প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের পর এখন প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। এই খুশির আবহের মধ্যেই পরিণীতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যেখানে স্বামীকে ব্যক্তিগত প্রশ্ন করে রীতিমতো ক্লিন বোল্ড করেছেন এই অভিনেত্রী।
পরিণীতি তাঁর পোস্টে জানান, এটি তাঁর ‘ফেক টক শো’ আর আজকের বিশেষ অতিথি হলেন রাঘব চাড্ডা।
ভিডিওটিতে পরিণীতি একের পর এক ব্যক্তিগত প্রশ্ন ছুঁড়ে দেন রাঘবের দিকে, যার কিছু উত্তর রাঘব কূটনৈতিকভাবে দেন, আবার কিছু প্রশ্নে তিনি নীরব থাকেন।
ডেটিংয়ের প্রতিশ্রুতি বনাম রাজনীতির প্রতিশ্রুতি
পরিণীতি প্রশ্ন করেন, “তুমি আমার জন্য কখনও চা বানিয়েছ?” রাঘব এই প্রশ্নের জন্য যেন তৈরিই ছিলেন! তিনি সঙ্গে সঙ্গে রাজনৈতিক কায়দায় উত্তর দেন, “আম খাও, বীজ গুনছো কেন?”
এরপর পরিণীতি রসিকতা করে বলেন, “ছেলেরা তাঁদের ডেটিংয়ের সময়ে কত স্বপ্নই না দেখায় এবং বিয়ের পরে তারা সম্পূর্ণ বদলে যায়।” রাঘব হেসে এরও উত্তর দেন, “এটা রাজনীতিবিদদের প্রতিশ্রুতি…”
রান্নাঘরের প্রশ্নে চুপ!
রাঘবের সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়ে যখন তিনি রান্নাঘর সংক্রান্ত একটি প্রশ্ন করেন। পরিণীতি তাঁকে জিজ্ঞেস করেন, “আমাকে বলো তো বাড়িতে হলুদ কোথায় রাখা আছে?” এর কোনো উত্তর রাঘবের কাছে ছিল না।
স্বামীকে চুপ দেখে পরিণীতি হাসতে হাসতে তাঁকে বড় হয়ে একজন রাজনীতিবিদ হওয়ার পরামর্শ দেন, যা শুনে রাঘব একগাল হেসে সম্মতি জানান।
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই এই তারকা জুটি সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রথম সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। বিয়ের এক বছর পূর্ণ না হতেই এই সুখবরে উচ্ছ্বসিত তাঁদের ভক্তকুল। তাঁদের এই নতুন সুখবরের অপেক্ষায় এখন গোটা দেশ।