‘হয় তথ্য দিন, নয় কান ধরে ক্ষমা চান!’ কমিশন-বিজেপি আঁতাত অভিযোগে রণংদেহি মেজাজে অভিষেক!

শনিবার রাজ্যে এসআইআর (SIR) বা বিশেষ তদন্ত প্রক্রিয়া শুরু হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কনকনে ঠান্ডার মধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তিনি হুঁশিয়ারি দিলেন, যদি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতির তালিকা প্রকাশ না করা হয়, তবে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক থেকে কমিশন ও বিজেপির মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তুলে সুর সপ্তমে চড়ান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি নিজেই দিল্লি যাচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে। তিনি প্রশ্ন তোলেন, “আপনার কাছে কি কোনো জাদুকাঠি আছে যে ৭ কোটি ডেটা এক ঘণ্টার মধ্যে দেখে ১ কোটি ৩৬ লক্ষ অসঙ্গতি খুঁজে বের করলেন? কীসের ভিত্তিতে এই তালিকা? যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, তবে লিস্ট রিলিজ করতে বাধা কোথায়?” তিনি আরও দাবি করেন, যদি কমিশন সদুত্তর দিতে না পারে, তবে বাংলার মানুষের কাছে তাঁদের ‘কান ধরে ক্ষমা’ চাইতে হবে।

কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে অভিষেক বলেন, “বেঁচে থাকা সুস্থ মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এই অপরাধের জন্য কেন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না?” বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, যদি বাংলায় সত্যিই এক কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি থেকে থাকে, তবে কমিশন সেই তালিকা প্রকাশ করুক। এসআইআর-এর মাধ্যমে বাংলা দখলের যে ‘নীল নকশা’ তৈরি হয়েছে, বাংলার মানুষ ব্যালট বক্সেই তার গণতান্ত্রিক জবাব দেবে বলে তিনি প্রত্যয় প্রকাশ করেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy