হঠাৎ ঘন কালো মেঘ, তারপরই প্রলয়! হরিণঘাটায় ঝড়ের তাণ্ডবে আতঙ্ক, উড়ে গেল টিনের ছাউনি

উৎসবের মরসুমের মাঝেই প্রকৃতির হঠাৎ রোষ। মাত্র ১ মিনিটের সাইক্লোন-সদৃশ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল নদিয়ার হরিণঘাটা ব্লকের অন্তর্গত বিরহী-২ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম। শুক্রবার ভোরে আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি।

ঝড়ের তাণ্ডব ও ক্ষয়ক্ষতি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বেগের হাওয়া, যার তীব্রতা ছিল সাইক্লোনের মতোই। ঝড়ের সময় এতটাই বিকট শব্দ হচ্ছিল যে আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ক্ষতিগ্রস্ত বাড়ি: ঝড়ের দাপটে নারায়ণপুর এলাকার অন্তত ৩০ থেকে ৩৫টি কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে কয়েক হাত দূরে পড়েছে।

কৃষির ক্ষতি: চাষবাসেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। কলাচাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; বহু কলাগাছ মাটিতে লুটিয়ে পড়েছে। ধান, সবজি ও অন্যান্য শাক-সবজিরও ক্ষতি হয়েছে।

পরবর্তী বৃষ্টি: ঝড়ের তাণ্ডব শেষে সকাল ১১টার দিকে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি, যা জনজীবনকে আরও থমকে দেয়।

আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষজন এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy