স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন মগরার শেরপুরের বাসিন্দা প্রসেনজিৎ দাস (৩৬)। অভিযোগ, শনিবার সন্ধ্যায় প্রসেনজিতের স্ত্রী রত্না দাসের প্রেমিক সুব্রত ভক্ত মদ্যপ অবস্থায় তাঁদের বাড়িতে চড়াও হয়। প্রসেনজিতের ছোট ভাইকে মারধর করার সময় কাজ থেকে ফিরে বাধা দিতে গেলে সুব্রত ছুরি দিয়ে প্রসেনজিতকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
প্রসেনজিতের মা কল্পনা দাসের দাবি, সুব্রত প্রায়ই বাড়িতে এসে অশান্তি করত। ১৪ বছরের বিবাহিত জীবনে এক সন্তান থাকা সত্ত্বেও রত্নার সঙ্গে সুব্রতর দীর্ঘদিনের পরকীয়া ছিল। নিহতের বোনের সরাসরি অভিযোগ, তাঁর বৌদিই প্রেমিককে দিয়ে এই খুনের পরিকল্পনা করিয়েছেন। মগড়া থানার পুলিশ অভিযুক্ত সুব্রতকে আটক করেছে এবং এই ঘটনায় স্ত্রীর কোনো প্রত্যক্ষ ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।