প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এবার স্কুল পড়ুয়াদেরও দাবা খেলার দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল রেল প্রশাসন। বাংলা, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড-সহ মোট সাতটি রাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণে পুরুলিয়া জেলার রেল শহর আদ্রায় অনুষ্ঠিত হলো ‘একদিবসীয় ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৫।’
আয়োজনের খতিয়ান:
আয়োজক: দক্ষিণ-পূর্ব রেলের স্পোর্টস অ্যাসোসিয়েশনের (SER Sports Association) উদ্যোগে এবং পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
স্থান ও স্বীকৃতি: আদ্রা রেল শহরের কল্যাণ মণ্ডপে আয়োজিত এই টুর্নামেন্টটি সারা বাংলা দাবা সংস্থার স্বীকৃতি লাভ করে।
উপস্থিতি: এই প্রতিযোগিতায় আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা পূর্ণ সহযোগিতা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট রেল স্পোর্টস অফিসার কে.পি. সিং, ক্রিকেট সেক্রেটারি অশোক যাদব, জেনারেল সেক্রেটারি জাভেদ খান, এবং পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সভাপতি টিংকু প্রসাদ গুপ্তা ও সম্পাদক ইবাদুল হক সহ অন্যান্যরা।
উদ্যোগের উদ্দেশ্য:
দক্ষিণ-পূর্ব রেলের স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট সেক্রেটারি অশোক যাদব এবং জেনারেল সেক্রেটারি জাভেদ খান জানান, “প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এবার স্কুল পড়ুয়াদেরও দাবা খেলায় দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
রেল প্রশাসন আগামী দিনে এই খেলা কিভাবে আরও সর্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। রেলের এই ব্যতিক্রমী উদ্যোগে স্কুল পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অত্যন্ত খুশি এবং তাঁরা আশা করছেন ভবিষ্যতে আরও বেশি স্কুল পড়ুয়া এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।