‘সোশ্যাল মিডিয়া থেকে ছবি সরাও!’ প্রেম করে বিয়ে, ডিভোর্স না দেওয়ায় শ্বশুরবাড়ির হাতে ভয়ঙ্কর মার খেলেন যুবক

প্রেম করে বিয়ে করার ‘শাস্তি’ হিসেবে শ্বশুরবাড়ির সদস্যদের হাতে ভয়ঙ্করভাবে প্রহৃত হলেন হরিয়ানার এক যুবক। কাজ থেকে বাড়ি ফেরার পথে কুণাল (২৫) নামে ওই যুবককে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে তাঁরই শ্বশুরবাড়ির সদস্য এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মারধরের কারণ: ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে
জানা গেছে, গত বছর ২৬ জুন কুণাল তাঁর প্রেমিকা কোমল গোস্বামীকে (২১) বিয়ে করেন। কিন্তু বিয়ের দু’মাসের মধ্যেই কোমল স্বামী-সংসার ছেড়ে বাবার বাড়ি ফিরে যান। এর পর থেকেই শুরু হয় আইনি এবং পারিবারিক জটিলতা।

খোরপোষের দাবি: কুণালের অভিযোগ, তাঁর মাসিক বেতন ১২ হাজার টাকা হওয়া সত্ত্বেও কোমলের পরিবার তাঁর কাছে মাসে ৩০ হাজার টাকা করে খোরপোষ চাইছিল।

দ্বিতীয় বিয়ের তোড়জোড়: কিছুদিন পরই কুণাল জানতে পারেন, কোমলের পরিবার উত্তরপ্রদেশের এক যুবকের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে ঠিক করেছে।

কোমলের পরিবার তখন কুণালকে সোশ্যাল মিডিয়া (Instagram) থেকে তাঁদের বিয়ের সব ছবি মুছে ফেলার জন্য হুমকি দেয়। কুণাল সেই কথা না শোনায় তাঁর ওপর হামলা হয়।

বাবার সামনেই আক্রমণ
গত ২৪ সেপ্টেম্বর কুণাল যখন তাঁর বাবার সঙ্গে কাজ থেকে বাড়ি ফিরছিলেন, তখন একদল দুষ্কৃতী তাঁদের রাস্তা আটকে দাঁড়ায় এবং কুণালকে মারধর করে।

আক্রান্ত যুবকের দাবি, “কোমলের বাবা আমাকে ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি ডিলিট করতে বলেছিলেন। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম ডিভোর্স না হওয়া পর্যন্ত ছবি ডিলিট করব না।”

বর্তমানে কুণাল এবং কোমল আইনিমতে বিবাহিত। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার (Divorce Case) পরবর্তী শুনানি আগামী ২৫ অক্টোবর আদালতে হবে। আইনত সম্পর্ক থাকা সত্ত্বেও এই ধরনের হামলা ও দ্বিতীয় বিয়ের উদ্যোগ পুরো ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy