স্মার্টফোনের স্ক্রিন থেকে শিশুদের দূরে সরাতে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিল ফ্রান্স। সে দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার একটি বিল অনুমোদিত হয়েছে। অনলাইন বুলিং, স্ক্রিন আসক্তি এবং নাবালকদের মানসিক স্বাস্থ্যের অবনতি রুখতেই এই কঠোর আইন আনার উদ্যোগ নিয়েছে এমানুয়েল ম্যাক্রোঁ সরকার।
কবে থেকে কার্যকর হবে এই আইন? ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই বিলটিকে একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, সরকার দ্রুত আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় যাতে আগামী শিক্ষাবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব হয়। ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ১১৬টি এবং বিপক্ষে মাত্র ২৩টি ভোট পড়েছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে।
কেন এই কঠোর অবস্থান? প্রেসিডেন্ট ম্যাক্রোঁ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়, তাদের স্বপ্ন কোনো অ্যালগরিদমের হাতে ছেড়ে দেওয়া যায় না।” বিজ্ঞানীদের গবেষণাকে হাতিয়ার করে তিনি দাবি করেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার কিশোর-কিশোরীদের মধ্যে হিংসা ও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। ফ্রান্সের লক্ষ্য এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা প্রজাতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী হবে, ‘উদ্বিগ্ন প্রজন্ম’ নয়।
কড়া নিয়ম ও চ্যালেঞ্জ: নতুন এই আইন কার্যকর হলে শুধু ফেসবুক বা ইনস্টাগ্রাম নয়, যে কোনও ডিজিটাল প্ল্যাটফর্মের সোশ্যাল নেটওয়ার্কিং ফিচারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এক্ষেত্রে প্ল্যাটফর্মগুলিকে ইউজারদের বয়স যাচাইয়ের জন্য কড়া ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, বয়সের জাল নথিপত্র দিয়ে এই নিয়ম এড়ানো একটি বড় চ্যালেঞ্জ হতে পারে, তবুও শিশুদের সুরক্ষায় এই আইনকে সময়োপযোগী বলে মনে করছে ফরাসি সরকার। অস্ট্রেলিয়ার পর ফ্রান্সই হতে চলেছে পরবর্তী দেশ যারা এই ধরনের কঠোর ডিজিটাল দেওয়াল তৈরি করছে।