সোশ্যাল মিডিয়ায় নীল ছবির রমরমা রুখতে কড়া কেন্দ্র! অশ্লীল কন্টেন্ট না সরালে এবার কড়া আইনি কোপ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অশ্লীলতা ও পর্নোগ্রাফির বাড়বাড়ন্ত রুখতে এবার কোমর বেঁধে নামল কেন্দ্রীয় সরকার। বুধবার এক কড়া নির্দেশিকা জারি করে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) স্পষ্ট জানিয়েছে, ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে কোনওরকম অশ্লীল বা পর্নোগ্রাফিক কন্টেন্ট রাখা যাবে না। বর্তমানে যে সমস্ত আপত্তিজনক কন্টেন্ট রয়েছে, সেগুলিও অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, কেন্দ্রীয় সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া সংস্থাকে আইটি অ্যাক্ট (IT Act) এবং ২০২১-এর আইটি নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনও হোস্ট বা প্ল্যাটফর্ম তাদের সার্ভার ব্যবহার করে পর্নোগ্রাফি, শিশুদের জন্য ক্ষতিকর ছবি বা শ্লীলতাহানির উদ্রেক করে এমন কোনও কন্টেন্ট পাবলিশ, শেয়ার বা ট্রান্সমিট করতে পারবে না।

কেন্দ্র সাফ জানিয়েছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ অনুযায়ী কঠোর ফৌজদারি মামলা করা হবে। এমনকি দোষী ইউজারদের বিরুদ্ধেও সরকার সরাসরি আইনি পদক্ষেপ নিতে পারবে। সরকারের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল যে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টের নামে অশ্লীলতা সীমা অতিক্রম করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ এবং কুরুচিকর ভিডিও যুব সমাজের মানসিকতা নষ্ট করছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংসদ ও আদালত উভয় স্তরেই। জনস্বার্থের কথা মাথায় রেখেই এই ডিজিটাল সাফাই অভিযানে নামল কেন্দ্র।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy