সোনম ওয়াংচুকের জন্যই কি জ্বলছে লাদাখ? ‘জেন জেড’ বিপ্লব নিয়ে বিস্ফোরক হিমন্ত বিশ্ব শর্মা

লাদাখের উত্তপ্ত পরিস্থিতি এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লাদাখের সাম্প্রতিক হিংসার জন্য সরাসরি ওয়াংচুককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। হিমন্তর মতে, প্রতিবেশী দেশগুলোতে তথাকথিত ‘জেন জেড’ (Gen Z) প্রতিবাদ দেশ গড়ার বদলে কেবল অরাজকতা এবং ধ্বংসই ডেকে এনেছে। লাদাখেও সেই একই মডেল প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলে তাঁর দাবি।

২০২৫ সালের সেপ্টেম্বরে লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের দাবিতে সোনম ওয়াংচুকের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। তবে ২৪ সেপ্টেম্বর সেই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। লে শহরে বিজেপি অফিসে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, ওয়াংচুক তাঁর বক্তব্যে নেপালের ছাত্র আন্দোলন এবং ‘আরব স্প্রিং’-এর উদাহরণ টেনে যুব সমাজকে উস্কানি দিয়েছেন। এর পরেই তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে (NSA) গ্রেফতার করে যোধপুর জেলে পাঠানো হয়।

হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সোনম ওয়াংচুক লাদাখের মানুষকে ভুল পথে চালিত করেছেন। অন্যদিকে, ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি সুপ্রিম কোর্টে এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। লাদাখের মানুষের দীর্ঘদিনের দাবি হলো জমি ও সংস্কৃতির সুরক্ষা, যা ৩৭০ ধারা বাতিলের পর থেকে অনিশ্চিত হয়ে পড়েছে। এই আবহে হিমন্তর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে—শান্তিপূর্ণ আন্দোলন নাকি উস্কানি, কোন পথে চলছে লাদাখ?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy