সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কুলদীপ সেঙ্গারের! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উন্নাও ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের স্বস্তি কেড়ে নিল সুপ্রিম কোর্ট। গত ২৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট সেঙ্গারের জামিন মঞ্জুর করলেও, সোমবার সেই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে সেঙ্গারকে।

দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধিতা করে গত শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশ মেনে সেঙ্গারকে কোনোভাবেই হেফাজত থেকে মুক্তি দেওয়া যাবে না। উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর পরিবারও কুলদীপের মুক্তির বিরোধিতা করে সরব হয়েছিলেন। প্রাণের আশঙ্কায় তাঁরা এই জামিনের বিরোধিতা করেন। শেষ পর্যন্ত সিবিআই-এর যুক্তিতে সাড়া দিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy