সুপ্রিম কোর্টের নির্দেশ বনাম কমিশনের ‘অনাগ্রহ’, সর্বদল বৈঠকে টার্গেট ২০২৬-এর ভোট!

শীতকালীন অধিবেশনের সেই চেনা উত্তাপ এবার বাজেট অধিবেশনেও ফেরার অপেক্ষায়। তবে এবার ইস্যু কেবল অর্থনীতি নয়, বরং ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘সার’ (SR)। আগামীকাল, মঙ্গলবার সরকারের ডাকা সর্বদল বৈঠকেই এই আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে নির্বাচন কমিশন পরিচালিত এই ‘সার’ প্রক্রিয়াকে কেন্দ্র করে মোদী সরকারকে নিশানা করতে একজোট হচ্ছে বিরোধী শিবির।

আগামী ২৮ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। প্রথা অনুযায়ী তার ২৪ ঘণ্টা আগেই সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সূত্র বলছে, এই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিরা বাংলার আমজনতার হয়রানি ও ভোটাধিকার লুণ্ঠনের অভিযোগ তুলে সরব হবেন। পশ্চিমবঙ্গে যথাযথভাবে ‘সার’ হচ্ছে না— এই দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শাসক দল। শীর্ষ আদালত একগুচ্ছ অন্তর্বর্তী নির্দেশ দিলেও কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূলের অসন্তোষ মেটেনি। উল্টে অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশও পুরোপুরি মানা হচ্ছে না। ২০২৬-এর হাই-ভোল্টেজ বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে বিজেপি ও কমিশনকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বাজেট অধিবেশন চলবে দু’টি পর্বে। প্রথম পর্ব ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ মার্চ থেকে ২ এপ্রিল। ২৮ জানুয়ারি রাষ্ট্রপতির অভিভাষণের পর ১ ফেব্রুয়ারি নিজের টানা নবম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলা, অসম, তামিলনাড়ু ও কেরলের মতো ভোটমুখী রাজ্যগুলির জন্য বাজেটে বিশেষ কোনও ‘উপহার’ থাকে কি না, তা নিয়ে যেমন কৌতূহল আছে, তেমনই অধিবেশন জুড়ে ‘সার’ বিতর্কের ছায়া কতটা দীর্ঘ হয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy