সুপ্রিম কোর্টের নির্দেশের পর সক্রিয় রাজ্যপাল, BLO-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে জরুরি পদক্ষেপের আহ্বান

পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলাকালীন বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা এবং তাঁদের কাজে কোনও প্রকার বিঘ্ন না ঘটানোর প্রয়োজনীয়তা নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে নির্দেশ দিয়েছে, তার ভিত্তিতে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে ‘অরাজকতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না’ এবং BLO-দের কাজে হুমকি বা বাধা সৃষ্টি হলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।

রাজ্যপালের তরফে রাজ্য সরকারের প্রতি নির্দেশ:

রাজ্যপাল সিভি আনন্দ বোস সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে SIR-এর মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নিম্নলিখিত তিনটি প্রধান ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে বলেছেন:

১. গ্রাসরুট স্তরে নিরাপত্তা: BLO-রা যেহেতু গ্রাম থেকে শহর—সব স্তরে বুথ-ভিত্তিক কাজ করেন, তাই জেলা প্রশাসনকে প্রতিটি বুথে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিতে হবে।

২. পুলিশি নজরদারি ও সহায়তা: BLO-দের এনুমারেশন ড্রাইভ চলাকালীন রাজ্য পুলিশকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী বুথ এলাকায় মোতায়েন করে তাঁদের সঙ্গে রাখতে হবে, যাতে তাঁরা কোনো প্রকার বাধা বা হুমকির সম্মুখীন না হন।

৩. মৌলিক সুবিধা প্রদান: BLO-রা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব মৌলিক সুবিধা (basic amenities) দ্রুত নিশ্চিত করতে হবে।

রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী SIR-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ব্যাহত হওয়া চলবে না এবং BLO-দের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন সর্বাধিক জরুরি প্রশাসনিক দায়িত্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy