সিসমিক জোন ৪ থেকে ৬-এ দার্জিলিং, হিমালয়ের কোলে অতি ভূমিকম্পের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিআইএস

শৈলরানির সৌন্দর্য ও নিরাপত্তার আকাশে কালো মেঘ। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সারা দেশের ভূমিকম্পপ্রবণ এলাকা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও সিকিম সহ হিমালয়ের সিংহভাগ অঞ্চলকে অতি ভূমিকম্পপ্রবণ এলাকা (সিসমিক জোন ৬) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্ট দেখার পরই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও বিজ্ঞানীরা।

আগে, ১৯৬২ সালের ম্যাপিং অনুসারে দার্জিলিং এবং সিকিম সিসমিক জোন ৪-এর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ২৮ নভেম্বরের সর্বশেষ (সপ্তম) পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পুরো পাহাড়ই বিপজ্জনক সিসমিক জোন ৬-এ উঠে এসেছে। এর ফলে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ থেকে ১০ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভূমিকম্পের কারণ ও মানবসৃষ্ট চাপ:

ভূ-বিজ্ঞানীরা এর প্রধান কারণ হিসেবে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষকে দায়ী করেছেন। প্রতি বছর ইন্ডিয়ান প্লেট প্রায় পাঁচ সেন্টিমিটার করে উত্তরে সরে ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে, যার ফলে মাটির নীচে তীব্র এনার্জি তৈরি হচ্ছে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান ডঃ অরিন্দম বসাক জানান, হিমালয়ের মাটি মাইকার পরিমাণ বেশি থাকায় তা অত্যন্ত ভঙ্গুর। এই ভঙ্গুর প্রকৃতির কারণেই এটি এখনও স্থায়ী হয়নি। এর উপর গত এক দশকে উন্নয়নের নামে পাহাড়জুড়ে নির্বিচারে সবুজ নিধন, অনিয়ন্ত্রিত ও অবৈজ্ঞানিকভাবে নির্মাণ, পাহাড় কেটে সড়ক ও টানেল নির্মাণ (যেমন সেবক-রংপো রেল প্রকল্প) ক্রমাগত চাপ সৃষ্টি করছে, যা ভূমিকম্পের প্রবণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ:

বিশেষজ্ঞরা এই বিপুল ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই সতর্ক হওয়ার নিদান দিচ্ছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞানী ডঃ রঞ্জন রায় অনিয়ন্ত্রিত বহুতল নির্মাণ বন্ধ করার দাবি জানিয়েছেন। অন্যদিকে, ডঃ ইন্দ্রজিৎ চৌধুরী জাপানের মতো ভূমিকম্পপ্রতিরোধী প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, পুরনো বহুতলগুলো সমীক্ষার মাধ্যমে শক্ত করে ঠিক করা এবং ঝুঁকিপূর্ণ হটস্পট চিহ্নিত করে সেখানে নির্মাণকাজ এড়িয়ে যাওয়া বা প্রতিরোধমূলক দেওয়াল তৈরি করা আবশ্যক। এছাড়াও, ভূমিক্ষয় ও ধস আটকাতে পাহাড়ে বেশি করে সবুজায়নের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy