সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভে শুভেন্দু! মমতাকে কড়া হুঁশিয়ারি দিয়ে হুঁশিয়ারি বিরোধী দলনেতার

মাসে ৩০ দিনের কাজ এবং ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তার দাবিতে হাওড়ার মন্দিরতলায় শুক্রবার বিক্ষোভে ফেটে পড়েন সিভিল ডিফেন্স কর্মীরা। তাঁদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তিনি বলেন, “এই কর্মীদের শ্রমের দাম দিতে হবে। এঁরা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, অথচ আজ এঁদেরই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই।” শুভেন্দু হুঁশিয়ারি দেন যে, এই দাবি অবিলম্বে মানা না হলে নবান্ন অভিযান বা অন্যান্য কঠিন পদক্ষেপ নিতেও পিছপা হবে না কর্মীরা। তাঁর এই যোগদান হাওড়ার রাজনৈতিক মহলে বাড়তি উত্তাপ ছড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy