বীরভূমের সিউড়ির এক ব্যস্ত বাসস্ট্যান্ডে অত্যন্ত অবাক করা ঘটনা ঘটল। লটারির দোকান থেকে পকেটে টিকিট পুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন খোদ একজন পুলিশ কর্মী। দোকানদারদের অভিযোগ, ওই পুলিশ কর্মী দশ হাজার টাকারও বেশি মূল্যের লটারির টিকিট চুরি করেছেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে পড়েন।
ঘটনার বিবরণ: সিউড়ি বাসস্ট্যান্ডে লটারির দোকানের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি একজন সিভিক ভলান্টিয়ার বা পুলিশ কর্মী। তিনি লটারির টিকিট পকেটে ঢোকাতে গেলে দোকানদার তা দেখে ফেলেন এবং তাঁকে ধরে ফেলেন। অভিযোগ, বেশ কয়েকটি টিকিট খোয়া গিয়েছে, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকার বেশি।
যদিও ভিডিও সামনে আসার পর স্থানীয়রা রাস্তায় নেমে ক্ষোভ দেখালেও, শেষ পর্যন্ত পুলিশে বা থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ (FIR) দায়ের হয়নি বলে জানা গিয়েছে। বিষয়টি ঘিরে সিউড়ির রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।