সার্ভার সমস্যার জেরে ফের বাড়ল সময়সীমা! গ্রুপ C ও D পদে শিক্ষাকর্মী নিয়োগের আবেদনের শেষ দিন ১২ ডিসেম্বর

রাজ্যের শিক্ষাকর্মী নিয়োগের জন্য গ্রুপ সি (Group C) এবং গ্রুপ ডি (Group D) পদে চাকরির আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হলো। স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে খবর, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় ওয়েবসাইটের সার্ভারে সমস্যা দেখা দেওয়ায়, এই সময়সীমা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে আবেদনের শেষ তারিখ ছিল ৮ ডিসেম্বর। এসএসসি-র এক কর্তা জানান, গত রবিবার থেকে কয়েক হাজার চাকরিপ্রার্থী প্রায় একই সময়ে আবেদন করার চেষ্টা করায় সার্ভার সমস্যা দেখা দেয়। আবেদনকারীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪ লক্ষ আবেদন জমা

এসএসসি সূত্রে জানা গেছে, শিক্ষাকর্মী নিয়োগের এই দুটি বিভাগে এখনও পর্যন্ত ১৪ লক্ষের মতো আবেদন জমা পড়েছে। যদিও প্রথমদিকে আবেদনকারীর সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল, সময়সীমা বৃদ্ধির পর সেই সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উল্লেখ্য, গ্রুপ সি-তে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-তে ৫,৪৮৮টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাশ করলেই গ্রুপ ডি-তে আবেদন করা যায়।

‘দাগি’ তালিকা ও নতুন নিয়োগ

প্রসঙ্গত, শুক্রবার রাতে এসএসসি-র তরফে ২০১৬ সালের নিয়োগের পরীক্ষায় গ্রুপ সি ও ডি-এর ‘দাগি’ (অযোগ্য) হিসেবে বিবেচিত ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করা হয়। যদিও এসএসসি সূত্রে খবর, মোট দাগির সংখ্যা প্রায় ৭,২৯৩। বাকিদের নামের তালিকা আগামী দিনে প্রকাশ করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। নতুন প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর সহ সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে।

২০১৬ সালে শেষবার শিক্ষাকর্মী নিয়োগের জন্য গ্রুপ সি ও ডি মিলিয়ে প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল। পুরোনো দুর্নীতির বিতর্কের মধ্যেই নতুন নিয়োগের আবেদন আরও একবার বাড়ানোর এই সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy