সাতসকালে আবাসনে রক্তারক্তি! খুন হলেন ‘দ্য লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী, কাঠগড়ায় নিজেরই প্রেমিক?

বিনোদন জগতে ফের নক্ষত্রপতন, তবে এবারের প্রয়াণ স্বাভাবিক নয়—চরম নৃশংস। ব্রডওয়ের বিশ্ববিখ্যাত নাটক ‘দ্য লায়ন কিং’-এ ছোটবেলার ‘নালা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের রহস্যজনক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হলিউড। নিউ জার্সির এডিসন শহরের একটি আবাসন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইমানিকে কুপিয়ে খুন করা হয়েছে।

নিউ জার্সির মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিসের রিপোর্ট অনুযায়ী, গত ২১ ডিসেম্বর একটি জরুরি কল (৯১১) পেয়ে পুলিশ এডিসন শহরের ওই আবাসনে পৌঁছায়। সেখানে ইমানিকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে ছিল একাধিক ছুরিকাঘাতের চিহ্ন। দ্রুত তাঁকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসন-স্মলকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, এটি কোনো আকস্মিক হামলা নয়। প্রসিকিউটর অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, “স্মিথ এবং জ্যাকসন-স্মল একে অপরের পরিচিত ছিলেন এবং তাঁদের মধ্যে পূর্ব সম্পর্ক ছিল। ফলে এটি একটি পরিকল্পিত হিংসার ঘটনা বলেই মনে করা হচ্ছে।”

ইমানির অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তাঁর পরিবার। শোকাতুর মাসি কিরা হেল্পার জানিয়েছেন, ইমানি ছিলেন একাধারে দক্ষ অভিনেত্রী, সুকণ্ঠী গায়িকা এবং অসাধারণ নৃত্যশিল্পী। তাঁর সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। ডিজনি’র মঞ্চে তাঁর প্রাণবন্ত অভিনয় আজও দর্শকদের মনে উজ্জ্বল। বর্তমানে পুলিশ ধৃত জর্ডানকে জিজ্ঞাসাবাদ করছে এবং খুনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy