সাগরের সভায় শুভেন্দুর হুঁশিয়ারি! “পুলিশ দিয়ে আটকে রাখা যাবে না পরিবর্তন”, এসআইআর নিয়ে নবান্নকে তোপ

মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় যোগ দিয়ে রাজ্য পুলিশের তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সভার অনুমতি এবং লোক সমাগম রুখতে পুলিশ নজিরবিহীন বাধা সৃষ্টি করেছে। এই মঞ্চ থেকেই ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস কৌশলে ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু ও বিজেপি সমর্থকদের নাম বাদ দিয়ে রোহিঙ্গাদের নাম ঢোকানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির জোয়ার আটকাতে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে তৃণমূল।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy