২০২৫ সালটি ভারতের সাংস্কৃতিক ইতিহাসের ক্যালেন্ডারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বছর ভারত ইউনেস্কো থেকে দুটি বড় সম্মান অর্জন করেছে। জুলাই মাসে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ১২টি দুর্গ সম্বলিত ‘মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপস’ বিশ্ব ঐতিহ্যের তালিকায় (World Heritage List) অন্তর্ভুক্ত হয়। এরপর ডিসেম্বরে দীপাবলি ভারতের ১৬তম উপাদান হিসেবে ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ (ICH)-এর তকমা পায়। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পাণ্ডুলিপি রক্ষার জন্য চালু হয়েছে ‘জ্ঞান ভারতম’ পোর্টাল। বছরটি শেষ হয়েছে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীর মহতী উদযাপনের মধ্য দিয়ে।
Home
OTHER NEWS
সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্বজয়! ২০২৫ সালে ইউনেস্কোর জোড়া স্বীকৃতি পেল ভারত