জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সেনাছাউনির ভেতরে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সেনা অফিসারের। মঙ্গলবার রাতের এই ঘটনায় প্রথমে জঙ্গিহানার আশঙ্কা করা হলেও, তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক অনুমান, এক জওয়ান তাঁর উর্ধ্বতন জুনিয়র কমিশনড অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জওয়ান নিখোঁজ হওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়েছে।
মৃত অফিসার রিয়াসি জেলার বাসিন্দা ছিলেন। সেনা সূত্রে খবর, গুলির শব্দ শুনে জওয়ানরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই অফিসারকে উদ্ধার করেন, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত জওয়ান জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে। ব্যক্তিগত বিবাদ নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করছে পুলিশ। নিখোঁজ জওয়ানের খোঁজে সাম্বা ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ।