ওরাই দেশের ভবিষ্যৎ, ওদের ঘাম আর পরিশ্রমেই একদিন আন্তর্জাতিক মঞ্চে ভারতের তেরঙা উড়বে। অথচ সেই প্রতিভাবান কিশোর-কিশোরী কুস্তিগিরদেরই জুটল চূড়ান্ত অবমাননা। উত্তরপ্রদেশে আয়োজিত ৬৯তম জাতীয় অনূর্ধ্ব-১৭ কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ওড়িশার ১৮ জন খেলোয়াড়কে ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর করতে হয়েছে। দীর্ঘ যাত্রাপথে ট্রেনের দুর্গন্ধ আর কনকনে শীতের কামড়ে কার্যত অসুস্থ হয়ে পড়ার জোগাড় তাঁদের।
অভিযোগের তির ওড়িশার স্কুল ও গণশিক্ষা দফতরের দিকে। প্রতিযোগিতায় যাওয়া ১০ জন ছাত্র ও ৮ জন ছাত্রীর জন্য কনফার্মড টিকিটের ব্যবস্থা করেনি দফতর। ফলে সাধারণ কামরার ভিড়ে জায়গা না পেয়ে শৌচাগারের পাশেই বসে যাতায়াত করতে বাধ্য হয় তারা। দলের ম্যানেজার ও কোচের উদাসীনতা নিয়ে এখন সরব ক্রীড়াপ্রেমীরা। এমনকি সফর শুরুর আগে জনৈক মন্ত্রীকে সমস্যার কথা জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের কেন এমন অমানবিক পরিস্থিতির শিকার হতে হলো, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ঢাক পিটলেও বাস্তবের এই রুগ্ন ছবি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে প্রশাসন।