সমস্ত পূর্বাভাসকে বুড়ো আঙুল, দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি ৮.২ শতাংশ! জিএসটি হ্রাস ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে রেকর্ড লাফ

চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2, 2025-26) ভারতের আর্থিক বৃদ্ধির হার সমস্ত পূর্বাভাসকে ছাড়িয়ে ৮.২ শতাংশে পৌঁছেছে। যেখানে রিজার্ভ ব্যাঙ্ক সহ অর্থনৈতিক বিশেষজ্ঞরা বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন, সেখানে এই উল্লম্ফন অর্থনীতিতে নতুন গতি এনেছে। প্রায় ছয়টি ত্রৈমাসিকের মধ্যে জিডিপি (GDP)-তে এমন বৃদ্ধি দেখা যায়নি।

বৃদ্ধির কারণ ও মোদির উচ্ছ্বাস

বিশেষজ্ঞ মহল মনে করছে, প্রধানত দু’টি কারণে এই বৃদ্ধি সম্ভব হয়েছে: শিল্পে উৎপাদন বৃদ্ধি এবং জিএসটি (GST)-এর হার হ্রাসের ফলে সাধারণ মানুষের কেনাকাটা বৃদ্ধি

  • প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া: এই বৃদ্ধির খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (পূর্বের টুইটার)-এ পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, “২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি’র ৮.২ শতাংশ বৃদ্ধি খুব উৎসাহব্যঞ্জক। এটি আমাদের উন্নয়নমুখী নীতি এবং সংস্কারকেই প্রতিফলিত করছে। এটি দেশবাসীর কঠিন পরিশ্রমেরও প্রমাণ। আমাদের সরকার সংস্কারের কাজ চালিয়ে যাবে।”

  • পূর্বের পরিসংখ্যান: এর ঠিক আগের ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ এবং এক বছর আগে এই সময়ে তা ছিল ৫.৬ শতাংশ।

কংগ্রেসের কঠোর সমালোচনা

যদিও এই রেকর্ড বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তুলোধনা করেছে কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডেলে তীব্র সমালোচনা করেন।

তিনি লেখেন, “এটা পরিহাস যে, আইএমএফ (IMF)-এর ভারতীয় অর্থনীতির বার্ষিক মূল্যায়নের ওপর একটি রিপোর্টে ভারতের জাতীয় হিসাব পরিসংখ্যানকে দ্বিতীয় সর্বনিম্ন ‘সি’ গ্রেড দিয়েছে। আর তার পরপরই দ্রুত ত্রৈমাসিক জিডিপি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।”

র‍মেশ আরও বলেন, “এই সংখ্যা হতাশাজনক। মোট স্থায়ী মূলধন গঠনে কোনো উন্নতি হয়নি। বেসরকারি বিনিয়োগে নতুন গতি না-এলে এই উচ্চ জিডিপি বৃদ্ধি হার টিকবে না। এর পরিষ্কার প্রমাণ নেই।”

রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস

এর আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে সেই পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে এবারের বৃদ্ধির হার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy