পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভায় সমবায় সমিতির নির্বাচনে বিজেপি কোনো আসন পায়নি, সব আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পর তৃণমূল কর্মীরা সবুজ আবির মেখে উল্লাস করেন এবং এলাকায় মিছিল বের করেন। তারা দাবি করছেন, বিজেপির দুর্নীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলকে সমর্থন করেছে।
হেড়িয়া সমবায় সমিতির নির্বাচন
রবিবার খেজুরি ১ ব্লকের হেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট অনুষ্ঠিত হয়। এই সমিতিতে মোট ৯টি আসন ছিল এবং সব কটিতেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল চরমে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।
তৃণমূলের প্রতিক্রিয়া
ভোট গণনা শেষে তৃণমূল সমর্থিত সব প্রার্থী জয়লাভ করেন। এরপর তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা সবুজ আবির উড়িয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেন এবং মিছিল করেন। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি জালাল উদ্দিন খান বলেন, “বিজেপির কুৎসা, মিথ্যা এবং দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে খেজুরিতে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জয়ী হয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এই বিধানসভা থেকে এগিয়ে ছিলেন। তাই এবারের সমবায় নির্বাচনে বিজেপির পরাজয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের ধারণা, খেজুরিতে বিজেপির সাংগঠনিক শক্তি কমছে।