কিংবদন্তি আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বুধবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্থিতে যোগ দেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সকলের নজর কাড়েন তিনি। এই অনুষ্ঠানে ঐশ্বর্য এমন কিছু করেন, যা শুধু ভক্তদের মনই জয় করেনি, বরং তাঁর প্রতি প্রশংসা আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে মঞ্চে উঠে ঐশ্বর্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে হেঁটে যান এবং তাঁর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। প্রধানমন্ত্রীও তাঁকে হাত জোড় করে সম্মান জানান এবং মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ঘটনার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
এরপর ঐশ্বর্য রাই বচ্চন তাঁর বক্তৃতায় ধর্ম, বর্ণ এবং প্রেম নিয়ে এক শক্তিশালী বার্তা দেন, যা শুনে সকলে সাধুবাদ জানান। প্রাক্তন বিশ্বসুন্দরী বলেন, “শুধুমাত্র একটি জাত আছে, মানবতার জাত। শুধুমাত্র একটি ধর্ম আছে, ভালবাসার ধর্ম। শুধুমাত্র একটি ভাষা আছে, হৃদয়ের ভাষা। এবং শুধুমাত্র একজন ঈশ্বর আছেন, এবং তিনি সর্বব্যাপী।”
ঐশ্বর্য তাঁর বক্তৃতায় সকলকে বৈষম্যের ঊর্ধ্বে উঠে মানবতা ও ভালবাসার গুরুত্ব সম্পর্কে কথা বলেন। তাঁর বার্তা সকল মানুষের মধ্যে ঐক্য ও বোঝাপড়া বৃদ্ধির উপর কেন্দ্রীভূত ছিল। ব্যক্তিগতভাবে সত্য সাই বাবার ভক্ত ঐশ্বর্য রাই বচ্চন তাঁর বাবার দিক থেকেও ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত। তিনি ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পরও সত্য সাই বাবার আশীর্বাদ নিতে গিয়েছিলেন।