বঙ্গ বিজেপির হাল এখন শমীক ভট্টাচার্যের হাতে। ছোটবেলায় হাওড়া জেলা থেকে জনসঙ্ঘের সঙ্গে যুক্ত হওয়া এই নেতার বিজেপিতে যাতায়াত প্রায় ৪৪ বছরের। ১৯৭১ সাল থেকে আরএসএস-এর প্রচারক হিসেবে কাজ শুরু করা শমীক ভট্টাচার্য আজ রাজ্য বিজেপির রাজ্য সভাপতি।
শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক ইতিহাস:
-
শিক্ষা: নির্বাচনী হলফনামা অনুযায়ী, তিনি ১৯৮৮ সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ (স্নাতক) পাশ করেন।
-
সাফল্য ও সংগ্রাম: ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ থেকে উপনির্বাচনে জিতে তিনি বিজেপির দ্বিতীয় বিধায়ক হন। তবে ২০১৬ (বসিরহাট দক্ষিণ), ২০১৯ (দমদম লোকসভা) এবং ২০২১ (রাজারহাট-গোপালপুর)-এর নির্বাচনে তাঁকে পরাজয়ের মুখ দেখতে হয়।
-
সাফল্যের শিখর: ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি রাজ্যসভার সাংসদ হন। অনন্ত মহারাজের পর তিনি পশ্চিমবঙ্গ থেকে বিজেপির দ্বিতীয় রাজ্যসভার সাংসদ।
শমীক ভট্টাচার্য কেবল একজন রাজনীতিবিদ নন, তাঁর সাহিত্য চর্চা এবং ইতিহাস চর্চা বারবার বিভিন্ন বিতর্ক সভায় প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলকে পাশে পাওয়ার যে বার্তা তিনি দিচ্ছেন, তা বাংলার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।