অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৭ সালের মেগা জনগণনার প্রথম ধাপের জন্য আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় সরকার। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে ‘হাউসলিস্টিং’ এবং ‘হাউজিং সেনসাস’-এর কাজ। কোভিডের কারণে দীর্ঘ সময় পিছিয়ে যাওয়ার পর এই প্রথম ধাপে প্রতিটি বাড়ির পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে ৩৩টি প্রশ্ন চূড়ান্ত করেছে কেন্দ্র।
২০২৬-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া। এবারের জনগণনায় ২০১১ সালের তুলনায় অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তিগত প্রশ্ন রাখা হয়েছে। ২০১১ সালে ২৯টি প্রশ্ন থাকলেও এবার তা বাড়িয়ে ৩৩টি করা হয়েছে। বিশেষত, এবারই প্রথম প্রশ্নপত্রে যুক্ত হয়েছে পরিবারের ‘ইন্টারনেট সংযোগ’ এবং ‘প্রধান খাদ্যশস্য’ সংক্রান্ত তথ্য। এছাড়াও, আমজনতার সুবিধার্থে ১৫ দিনের একটি উইন্ডো দেওয়া হবে যেখানে নাগরিকরা নিজেরাই অনলাইনে তথ্য প্রদান বা ‘সেলফ এনিউমারেশন’ করতে পারবেন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, সেনসাস আধিকারিকরা আপনার বাড়ির ছাদ, মেঝে ও দেওয়ালের উপকরণ থেকে শুরু করে বাড়িতে কতজন বিবাহিত দম্পতি আছেন, সেই তথ্যও নথিভুক্ত করবেন। পানীয় জলের উৎস, রান্নার জ্বালানি (LPG/PNG), স্নানঘর ও শৌচালয়ের ব্যবস্থার পাশাপাশি আপনার বাড়িতে রেডিও, টিভি, ল্যাপটপ বা স্মার্টফোন আছে কি না, তাও জানতে চাওয়া হবে। উল্লেখ্য, ২০২৭ সালে দুই ধাপে সম্পন্ন হবে এই সেনসাস। প্রথম ধাপে বাড়ি সংক্রান্ত তথ্য নেওয়া হলেও, দ্বিতীয় ধাপে জনসংখ্যা ও জাতিগত গণনার (Caste Census) সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে।