ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই আবহে বড় পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজ্যের সমস্ত জেলাশাসককে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে, কোনোভাবেই শুনানি কেন্দ্রে রাজনৈতিক দলগুলির বিএলএ-টু (BLA-2)-দের প্রবেশ করতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান রাজ্যের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে খবর, জেলাশাসকদের পাঠানো নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে, শুনানি প্রক্রিয়া যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব তাঁদেরই। যদি কোনো কেন্দ্রে বিএলএ-টু প্রতিনিধিরা জোর করে ঢোকেন, তবে সংশ্লিষ্ট ইআরও (ERO), এইআরও (AERO) এবং বিএলএ (BLO)-দের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকেও কড়া বার্তা দিয়েছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের অনভিপ্রেত প্রবেশের ফলে শুনানি যাতে বন্ধ না হয়, তার জন্য কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, সোমবার সকালে হুগলির চুঁচুড়ায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিএলএ-টু প্রতিনিধিদের প্রবেশাধিকার নিয়ে যে অশান্তি তৈরি হয়েছিল এবং শুনানি বন্ধ হয়ে গিয়েছিল, সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে কমিশনের কাছে। এর পরেই নড়েচড়ে বসেছে কমিশন। হুগলির জেলাশাসককে অবিলম্বে বন্ধ হওয়া শুনানি পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলাশাসককে নিজে শুনানি কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। কোনোভাবেই রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার না করে নির্বাচনী গাইডলাইন মেনে কাজ করার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে।