শিয়ালদহ-কল্যাণীর পর এবার হাওড়া-ব্যান্ডেলেও AC লোকাল! নিত্যযাত্রীদের জন্য বিরাট সুখবর পূর্ব রেলের

কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে এসি লোকাল ট্রেনের বিরাট সাফল্যকে সামনে রেখে এবার আরও বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। নিত্যযাত্রীদের যাতায়াতকে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এবার হাওড়া থেকে ব্যান্ডেল রুটেও (Howrah-Bandel) চালু হতে চলেছে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন।

ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত নতুন এসি লোকাল চলাচল শুরু হয়ে গিয়েছে। এবার এই পরিষেবা হাওড়া শাখাতেও নিয়ে আসা হচ্ছে। এই পদক্ষেপের জন্য পূর্ব রেলের হাতে মোট পাঁচটি এসি লোকাল ট্রেন তুলে দিয়েছে ভারতীয় রেলওয়ে।

বৃহস্পতিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) মিলিন্দ দেউস্কর এই বিষয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানান, হাওড়া থেকে ব্যান্ডেলের পাশাপাশি হাওড়া-বর্ধমান রুটেরও সমীক্ষা করা হচ্ছে। জিএম দেউস্কর বলেন, “সমীক্ষার কাজ চলছে। যত তাড়াতাড়ি ট্রেনগুলি আমাদের কাছে আসবে, ততই দ্রুত আমরাও এগুলিকে ট্র্যাকে নামিয়ে দেব। হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেলের মতো সমস্ত রুটগুলিরই সমীক্ষা করা হচ্ছে।”

পূর্ব রেলের এই সিদ্ধান্ত হাওড়া শাখার হাজার হাজার নিত্যযাত্রীর জন্য একটি বড় স্বস্তির খবর, যা তাদের দৈনিক যাতায়াতকে আরও আরামদায়ক করে তুলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy