শিক্ষকরা এসআইআর-এর কাজে ব্যস্ত, পড়াশোনায় বড় ঘাটতি! পরীক্ষার্থীদের মুশকিল আসান করতে ৫২টি বিষয়ে ৪০০ ভিডিও নিয়ে এল সংসদ।

হাতে সময় মাত্র এক মাস! আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার পরীক্ষা। কিন্তু ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজে শিক্ষকদের ব্যস্ততা এবং সিলেবাস শেষ না হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছিল পরীক্ষার্থীদের। পড়ুয়াদের সেই চিন্তা দূর করতে এবার খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নামল ‘ডিজিটাল’ ময়দানে। পঠনপাঠনের ঘাটতি মেটাতে ইউটিউব এবং অফিশিয়াল ওয়েবসাইটেই বিশেষ পাঠদানের ব্যবস্থা করল সংসদ।

কী থাকছে এই টিউটোরিয়াল ভিডিওতে?

সংসদ সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের মোট ৫২টি বিষয়ের ওপর ৪০০-রও বেশি ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওগুলিতে যা যা থাকছে:

  • গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিশ্লেষণ: প্রতিটি বিষয়ের জটিল ও গুরুত্বপূর্ণ অংশ সহজ করে বোঝানো হয়েছে।

  • নম্বর পাওয়ার কৌশল: কম সময়ে কীভাবে মানসম্মত উত্তর লিখে পরীক্ষকের মন জয় করা যায়, সেই দিকনির্দেশ দেওয়া হয়েছে।

  • শব্দসীমার জ্ঞান: কত শব্দে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায় এবং উত্তরের গঠন কেমন হওয়া উচিত, তার ব্যবহারিক পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নেপালি ভাষাতেও মিলবে ক্লাস

পড়ুয়াদের ভাষাগত সমস্যার কথা মাথায় রেখে বাংলা ও ইংরেজির পাশাপাশি নেপালি ভাষাতেও ভিডিও রেকর্ড করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পড়ুয়াদের কথা ভেবে সেখানকার অভিজ্ঞ শিক্ষকদের এই প্রকল্পে সামিল করা হয়েছে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, “পরীক্ষার আগে সেল্ফ লার্নিং বা নিজের মতো করে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে জরুরি। সকলের হাতে ইন্টারনেট থাকায় এই পরিষেবা পড়ুয়াদের অনেক সাহায্য করবে।”

শিক্ষকদের জন্যও বিশেষ প্রশিক্ষণ

শুধুমাত্র পড়ুয়ারা নয়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতেও উদ্যোগী সংসদ। সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন, আগামী সপ্তাহেই রাজ্যের ৮৫০টি স্কুলের শিক্ষকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

শিক্ষক মহলের প্রতিক্রিয়া

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য এবং যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, অনেক ছাত্রছাত্রীই এখন বাড়িতে বসে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য রাজ্যের শ্রেষ্ঠ শিক্ষকদের ক্লাস পাওয়ার এই সুযোগ অত্যন্ত ফলপ্রসূ হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy