পশ্চিম মেদিনীপুরের বেলদায় একদল শিক্ষক কেবল রুটিন মাফিক শিক্ষকতার (সকাল ১০টা থেকে বিকেল ৪টা) মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। তাঁরা শিক্ষকতার অবসরের সময়টুকু ব্যয় করছেন গ্রামীণ সংস্কৃতি ও শিল্পচর্চাকে পুনরুজ্জীবিত করতে।
নাট্যচর্চার উদ্যোগ ও দল
-
সময়: বিদ্যালয় থেকে বাড়ি ফিরে মূলত সন্ধ্যায় একজোট হন এই শিক্ষকেরা। এরপর স্পিকার ও স্ক্রিপ্ট হাতে চলে দৃশ্যে অভিনয়ের অনুশীলন।
-
লক্ষ্য: সভ্যতার উন্নতিতে এবং মোবাইল ও ওটিটি প্ল্যাটফর্মের দাপটে গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যেতে বসা প্রাচীন নাটকের শিল্পধারাকে বহমান রাখাই তাঁদের প্রধান লক্ষ্য।
-
নাট্যদলের নাম: এই উদ্যোগী শিক্ষকেরা গড়ে তুলেছেন ‘সুকৃৎ নাট্যধারা’ নামে একটি নাট্যদল।
-
ভূমিকা: তাঁরা শুধুমাত্র অভিনেতা নন, বরং নিজেরাই নাটক লেখেন এবং প্রয়োজনে নিজেরাই মিউজিক অ্যারেঞ্জার ও লাইট ম্যানের ভূমিকাও পালন করেন। এমনকি প্রাক্তন শিক্ষকেরাও তাঁদের এই কাজে সহযোগিতা করেন।
আসন্ন নাট্য উৎসব
এই শিক্ষকদের উদ্যোগেই আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বেলদা শহরে একটি নাট্য উৎসবের আয়োজন হতে চলেছে।
-
সুযোগ: এই উৎসবে রাজ্যের বিভিন্ন কলাকুশলীরা অভিনয় করার পাশাপাশি এলাকার ছাত্র-ছাত্রীদেরও তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।
-
অভিনন্দন: শিক্ষকতার অবসরে সংস্কৃতি ও শিল্পধারাকে বাঁচানোর জন্য শিক্ষকদের এই ভাবনা এবং উদ্যোগকে স্থানীয় সকল মানুষ সাধুবাদ জানিয়েছেন।