শান্তনুর ‘ভোট বিসর্জন’ মন্তব্যে রণক্ষেত্র ঠাকুরবাড়ি! মমতাবালার সমর্থকদের মারধরের অভিযোগ

মতুয়া সমাজের প্রাণকেন্দ্র ঠাকুরবাড়ি আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্য—“৫০ লক্ষকে আটকাতে যদি ১ লক্ষ মতুয়া ভোট না দিতে পারে, তবে তা মেনে নিতে হবে”—এই বয়ান ঘিরেই বিবাদের সূত্রপাত। মমতাবালা ঠাকুরের সমর্থকরা এই মন্তব্যের প্রতিবাদে ও ব্যাখ্যার দাবিতে শান্তনু ঠাকুরের কাছে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

অভিযোগ উঠেছে, শান্তনু ঠাকুরের অনুগামীরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় এবং এক সমর্থককে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করা হয়। আক্রান্তের দাবি, শান্তনুর ‘হার্মাদ বাহিনী’ এই হামলা চালিয়েছে। অন্যদিকে, শান্তনু শিবিরের দাবি, তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই ঘটনার পর থেকে ঠাকুরবাড়ি চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়াদের ভোটাধিকার নিয়ে শান্তনু ঠাকুরের এই মন্তব্য আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy