শরীরে কি হাড় নেই? দাঁতনের ১০ বছরের খুদে যোগা-বিস্ময় বিবেককে দেখে তাজ্জব বিশ্ব!

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বাহারদল টিটিয়া গ্রামের বিবেক মান্না প্রমাণ করে দিয়েছে যে প্রতিভা থাকলে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না। পঞ্চম শ্রেণীর এই ছাত্রের নমনীয়তা দেখলে মনে হবে তার শরীরে একটিও হাড় নেই। পা ওপরের দিকে তুলে হাত দিয়ে হাঁটা কিংবা পা দিয়ে চশমা পরা—বিবেকের কাছে জলভাত। বাবা যুগল মান্না সামান্য একটি সেলুন চালিয়ে সংসার টানেন, কিন্তু ছেলের এই দুর্লভ প্রতিভা প্রসারে চেষ্টার খামতি রাখেন না। মাত্র দু’বছরের কঠোর অনুশীলনেই বিবেক জেলা ও রাজ্য স্তরের একাধিক প্রতিযোগিতায় সাফল্যের নিশান উড়িয়েছে। প্রতিদিন ভোরে কয়েক ঘণ্টা ঘাম ঝরিয়ে নিজেকে আরও নিখুঁত করে তুলছে এই ‘রাবার বয়’।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy