সুন্দরবনের কুলতলী ব্লকের অন্তর্গত মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরীমোহন এলাকায় বাঘের প্রবেশ ঘিরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তা অবশেষে কাটল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটি গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।
বৃহস্পতিবার সকালে কুলতলীর মৈপীঠের কিশোরীমোহনপুরে নদীর চরে বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন এলাকার মৎস্যজীবীরা। এর পরই গোটা গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরদিন সকালে তল্লাশি চালিয়ে আর নতুন করে ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয় বাঘের অবস্থান বদল হয়েছে।
শব্দবাজি ফাটিয়ে বাঘকে তাড়ানো
বন দফতর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধে থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ফাটানো হয়। সেই সময় নদীতে ভাটা ছিল। মনে করা হচ্ছে, শব্দবাজির তাণ্ডবে এবং ভাটার সুযোগ নিয়েই বাঘটি নদী পেরিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে।
বারবার লোকালয়ে বাঘ কেন?
বাঘটি চলে গেলেও লোকালয় সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এখনও বর্তমান। জঙ্গলের পাশেই তাঁদের বসবাস এবং রুটি–রুজির জন্য তাঁদের জঙ্গলে যেতে হয়, যে ব্যাপারে প্রশাসন বর্তমানে নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন, কী ভাবে বারবার লোকালয়ে বাঘ আসছে?
গ্রামবাসীদের প্রধান দাবি:
-
লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা করা হোক।
-
রাস্তায় পর্যাপ্ত আলো লাগানোর দাবি জানিয়েছেন তাঁরা।
দক্ষিণ বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়ার পরই এই এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।