শনিবার সকালে দুর্গাপুরের কাঁকসায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ২ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দ্রুতগামী চারচাকা গাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে একটি লোহার স্তূপে পরিণত হয়। এই ঘটনায় জিন্দাল সংস্থার এক জেনারেল ম্যানেজার ও গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও এক আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার কল্যাণী থেকে দুর্গাপুরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে সংস্থার বৈঠকে যোগ দিতে আসছিলেন জিন্দাল মাইথন কোম্পানির দুই জেনারেল ম্যানেজার গৌতম জানা (৫০) ও সন্দীপ চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁদের চালক। বাঁশকোপা টোল প্লাজার কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সামনের সিটে বসে থাকা গৌতম জানা এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। পিছনের সিটে থাকা সন্দীপ চক্রবর্তী গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। তাঁরাই গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করেন। গুরুতর জখম সন্দীপবাবুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতিবেগ যথেষ্ট বেশি থাকায় চালক ব্রেক কষার সুযোগ পাননি। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। সহকর্মীর অকাল মৃত্যুতে জিন্দাল সংস্থায় শোকের ছায়া নেমে এসেছে।