প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানকে সামনে রেখে এবার শত্রুদের মোকাবিলায় আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। নৌবাহিনীর বহরে যোগ হতে চলেছে অত্যাধুনিক নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার (NGD)। প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে মুম্বইয়ের মাজগাঁও জাহাজ নির্মাণ কারখানায় শীঘ্রই শুরু হতে চলেছে এই উচ্চাকাঙ্ক্ষী ‘প্রোজেক্ট-১৮’।
বিপক্ষ রাডারের নজরদারি ফাঁকি দিতে সক্ষম স্টেলথ্ ফ্রিগেট তৈরির ক্ষেত্রে ইতিমধ্যেই সাফল্য দেখিয়েছে মাজগাঁও ডক ইয়ার্ড। এবার তাদের কাঁধেই তুলে দেওয়া হয়েছে এনজিডি (NGD) বা পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার নির্মাণের গুরুদায়িত্ব। এর আগে, ‘প্রোজেক্ট-১৭এ’-এর অধীনে মাজগাঁও ডকইয়ার্ড নৌবাহিনীর জন্য চারটি বিশাখাপত্তনম শ্রেণির ডেস্ট্রয়ার তৈরি করেছিল, যার মধ্যে শেষ ডেস্ট্রয়ার আইএনএস সুরাট গত বছরের ডিসেম্বরে সমুদ্রে ভাসানো হয়। এবার তার থেকেও উন্নত মডেল তৈরি করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্র অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে নৌবাহিনীর কাছে কমপক্ষে ২০০টি যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কলকাতা (গার্ডেনরিচ) এবং মুম্বইয়ের মাজগাঁওয়ের মতো ডকইয়ার্ডগুলিতে ৫৫টি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে, যার আনুমানিক খরচ প্রায় ১ লক্ষ কোটি টাকা।
এছাড়াও, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশীয় প্রযুক্তিতে আরও ৭৪টি নতুন যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য অতিরিক্ত ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে। এই তালিকায় ৯টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, চারটি ১০ হাজার টনের পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার এবং সাতটি পরবর্তী প্রজন্মের মাল্টি-রোল স্টেলথ্ ফ্রিগেট অন্তর্ভুক্ত রয়েছে।