গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং যুব সমাজের স্বনির্ভরতার পথ প্রশস্ত করার লক্ষ্যে এবার লাক্ষা শিল্পের পুনরুত্থানে অভিনব উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। পুরুলিয়ার বলরামপুরে শুরু হচ্ছে এক মাসব্যাপী লাক্ষার তৈরি জুয়েলারি ও অন্যান্য উপজাত দ্রব্য তৈরির প্রশিক্ষণ শিবির।
প্রশিক্ষণ ও লক্ষ্য: ভারত সরকারের ক্ষুদ্র ও লঘু উদ্যোগ বিভাগ (MSME) এর উদ্যোগে এই শিবিরে স্থানীয় যুবক-যুবতীরা লাক্ষা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য এবং বিশেষত জুয়েলারি সামগ্রী প্রস্তুতির প্রশিক্ষণ পাবেন।
-
লক্ষ্য: লাক্ষা থেকে তৈরি সামগ্রীর মাধ্যমে এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলা।
-
গ্রামীণ শিল্পে জোর: পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, লাক্ষা শিল্প একসময় এই এলাকার গর্ব ছিল এবং রাজ্য সরকার এই গ্রামীণ শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে এই শিল্পে আবারও প্রচুর মানুষ যুক্ত হবেন।
আর্থিক সহায়তা ও লোন: শুধু প্রশিক্ষণ নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এই উদ্যোগকে সফল করতে আর্থিক সহায়তার দিকেও জোর দেওয়া হয়েছে।
ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের সহকারী ডিরেক্টর সুদেষ্ণা দাস দেবনাথ জানান, কেন্দ্র ও রাজ্য সরকার মিলে জেলা ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করছে। এছাড়াও, যুবক-যুবতীদের স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ব্যাংক লোনের মাধ্যমে পুঁজির ব্যবস্থা করা হয়েছে।
এই উদ্যোগটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে যথেষ্টই উপযোগী হবে এবং লাক্ষা থেকে উপজাত দ্রব্যের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের স্বনির্ভর হওয়ার পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।