পুরুলিয়া শহরের ৭৯তম বর্ষের রাস উৎসব ও মেলা উপলক্ষে এ বছর নতুন আকর্ষণ হিসেবে এসেছে জলপরী (Mermaid)। নীলচে আলোয় ভরা একটি বড় অ্যাকোয়ারিয়ামের ভেতরে গানের তালে জলপরীর এই ব্যতিক্রমী প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন পুরুলিয়া ও পার্শ্ববর্তী জেলার মানুষ। এই আকর্ষণ মেলায় আগত সকলের নজর কেড়েছে।
জলপরী শো-এর বিশেষত্ব
-
দীর্ঘ অপেক্ষা: পুরুলিয়াবাসী সারাবছর এই প্রায় দেড় মাসব্যাপী মেলার জন্য অপেক্ষা করে থাকেন।
-
টিকিট ও সময়: দর্শনার্থীরা মাত্র ১০০ টাকার বিনিময়ে জলপরী দেখার সুযোগ পাচ্ছেন। এই শো দেখার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, টিকিট কেটে দর্শকেরা দীর্ঘক্ষণ ধরে প্রদর্শনী উপভোগ করতে পারছেন।
-
আকর্ষণ: উদ্যোক্তা বাবলু আনসারী জানিয়েছেন, এটি পুরুলিয়ায় তাঁদের প্রথম জলপরী শো-এর আয়োজন এবং এর জন্য তাঁরা বিদেশ থেকে জলপরী এনেছেন।
দর্শকদের প্রতিক্রিয়া
জলপরী দেখতে আসা দর্শনার্থীরা জানান, তাঁরা সবসময় গল্পের বই বা কার্টুনেই জলপরীর কথা শুনেছেন, কিন্তু এই প্রথমবার সামনে থেকে এমন প্রদর্শনী দেখছেন। তাদের কাছে এটি খুবই ভালো লাগছে এবং এমন ব্যতিক্রমী শো আগে কখনও দেখেননি।
ভিড়ের ছবি
এই ব্যতিক্রমী শো দেখতে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে। ছোট-বড় সকলেই এই শো উপভোগ করছেন। কেউ কেউ জলপরীর সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ রিল ভিডিও তৈরি করছেন। সব মিলিয়ে জলপরীর টানে উপচে পড়া ভিড়ে পুরুলিয়ার রাস মেলা এখন জমজমাট।