আজ, বুধবার রাত থেকে টানা দু’সপ্তাহের জন্য বন্ধ থাকছে এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে পরমা (মা) ফ্লাইওভারের দিকে যাওয়ার পথ। রাত ১২টা থেকে ভোর ৫.৩০ পর্যন্ত এই রুটে কোনও গাড়ি চলাচল করতে পারবে না। মূলত দুটি ফ্লাইওভারকে যুক্ত করা ৩০০ মিটার সংযোগকারী অংশের বড়সড় মেরামত কাজের জন্য কলকাতা পুলিশ এই দীর্ঘ রাতের অবরোধের ঘোষণা করেছে। এই সময় ওই পথে চলা সব যানবাহনকেই পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কেন বন্ধ করা হচ্ছে পথ?
এই ৩০০ মিটার সংযোগকারী অংশটি শুরু হয়েছে এজেসি বোস রোড ফ্লাইওভারের শিয়ালদামুখী বাঁক থেকে এবং এটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট রোটারি পেরিয়ে মা ফ্লাইওভারের ইএম বাইপাসমুখী প্রান্তে গিয়ে মিশেছে।
বহুদিন ধরেই এই অংশে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। প্রতি বর্ষায় এখানে বড় বড় গর্ত তৈরি হয় এবং রাস্তার উপরের অংশ ডেবে যাওয়ায় যানবাহন চলাচল ধীর হয়, ফলে যানজট বাড়ে। কলকাতা পুলিশের অনুরোধের ভিত্তিতেই অবশেষে কেএমডিএ এই সম্পূর্ণ সংস্কারের কাজ শুরু করছে।
কী ধরনের মেরামত হচ্ছে?
কেএমডিএ সূত্রে খবর, মিলিং মেশিন ব্যবহার করে রাস্তার পুরনো বিটুমিনের আস্তর তুলে ফেলা হবে। এরপর রাস্তা তৈরি হবে ‘স্টোন ম্যাস্টিক অ্যাসফল্ট’ দিয়ে। সাধারণ বিটুমিনের তুলনায় এই ম্যাস্টিক অ্যাসফল্ট দামি হলেও এটি দীর্ঘস্থায়ী, ভারী ট্র্যাফিক সইতে পারে এবং বারবার মেরামতের প্রয়োজনীয়তা কমায়। কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা এটিকে ভারী যান চলাচলের জন্য আদর্শ এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর পক্ষে বলে জানিয়েছেন।
দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এই বাঁক
এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের সংযোগস্থলের প্রস্থ তুলনামূলকভাবে কম হওয়ায় গাড়িগুলিকে গতি কমাতে হয়। এর ওপর রাস্তার গর্ত থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে এই সংযোগ তৈরির পর থেকে যানবাহন চলাচল বহুগুণ বেড়েছে, প্রতি মিনিটে ১৫০টিরও বেশি গাড়ি এই পথে চলাচল করে।
অন্যদিকে, রাজ্য সরকার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত দু’চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় রাতে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। যদিও দু’চাকার জন্য গতিসীমা ৪০ কিমি/ঘণ্টা, কিন্তু রাতে রাইডাররা দ্রুতগতিতে চলাচল করেন, যা ফ্লাইওভারের এই কম প্রশস্ত বাঁকটিকে আরও বিপজ্জনক করে তোলে।
অবরোধের সময়সূচি
সময়কাল: আজ রাত থেকে শুরু করে টানা ১৪ দিন।
দৈনিক অবরোধ: প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫.৩০ পর্যন্ত।
বন্ধ থাকা অংশ: এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারমুখী র্যাম্প।
ডাইভারশন: সব যানবাহন পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।