রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হচ্ছেন সৌমদীপ ভট্টাচার্য, বদলি হলেন বৈভব তেওয়ারি

সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ বিভাগেও বড় ধরনের রদবদল ঘটেছে। গতকাল প্রকাশিত আদেশনামা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য (IPS) বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।

বাঁকুড়ার বর্তমান পুলিশ সুপার বৈভব তেওয়ারি (IPS)-কে পুরুলিয়া জেলায় একই পদে বদলি করা হয়েছে।

বদলি হলেন তিনজন অতিরিক্ত পুলিশ সুপারও (ASP)

পুলিশ সুপারের পাশাপাশি তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকও বাঁকুড়া থেকে বদলি হয়েছেন এবং তাঁদের জায়গায় নতুনরা আসছেন:

পদাধিকারীর নাম বাঁকুড়ায় বর্তমান পদ নতুন পদ ও জেলা
সিদ্ধার্থ দর্জি অতিরিক্ত পুলিশ সুপার, হেড কোয়ার্টার অতিরিক্ত পুলিশ সুপার, লালবাগ
কৃষাণু রায় অতিরিক্ত পুলিশ সুপার, হেড কোয়ার্টার (বাঁকুড়া)
মকসুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার, অপারেশন অতিরিক্ত পুলিশ সুপার, মালদা
নিখিল আগরওয়াল (IPS) অতিরিক্ত পুলিশ সুপার, অপারেশন (বাঁকুড়া)
উত্তম মিত্র অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার, অপারেশন (পুরুলিয়া)

উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার, হেড কোয়ার্টার হিসেবে বাঁকুড়ায় আসছেন হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার, অপারেশন হিসেবে মালদা যাওয়ার পর তাঁর জায়গায় আসছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, হেড কোয়ার্টার নিখিল আগরওয়াল (IPS)

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy