রাজ্য পুলিশের পরবর্তী ‘বস’ কে? রাজীব কুমার থেকে অনুজ শর্মা— নবান্ন থেকে দিল্লিতে গেল ৮ জনের তালিকা

আগামী ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার। তাঁর বিদায় সংবর্ধনার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই নবান্ন থেকে দিল্লিতে পাঠানো একটি তালিকা ঘিরে নতুন করে তুঙ্গে উঠেছে জল্পনা। পরবর্তী স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকার যে ৮ জন আইপিএস (IPS) অফিসারের নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-তে (UPSC) পাঠিয়েছে, তাতে বর্তমান ডিজি রাজীব কুমারের নামও রয়েছে।

তালিকায় আর কারা আছেন?

নবান্ন সূত্রে খবর, গত বুধবার দিল্লিতে পাঠানো তালিকায় জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ৮ জন দুঁদে পুলিশ কর্তার নাম রাখা হয়েছে:

  • রাজীব কুমার (বর্তমান ভারপ্রাপ্ত ডিজি)

  • রাজেশ কুমার (১৯৯০ ব্যাচের আইপিএস)

  • রণবীর কুমার

  • দেবাশিস রায়

  • অনুজ শর্মা (কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার)

  • জগমোহন

  • এন রমেশ বাবু

  • সিদ্ধিনাথ গুপ্ত

বিদায়ের মুখেও কেন রাজীবের নাম?

প্রশ্ন উঠছে, যিনি অবসরে যাচ্ছেন তাঁর নাম কেন তালিকায়? প্রশাসনিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি মূলত একটি আইনি বাধ্যবাধকতা। রাজ্যের শেষ স্থায়ী ডিজি মনোজ মালব্য যখন অবসর নেন, তখন জ্যেষ্ঠতার তালিকায় রাজীব কুমারের নাম ছিল। সেই পুরনো তালিকা ও আদালতের নির্দেশ মেনেই টেকনিক্যাল কারণে রাজীবের নাম পাঠানো হয়েছে। তবে এর ফলে তাঁর মেয়াদ বৃদ্ধির কোনও সম্ভাবনা তৈরি হবে কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

দৌড়ে এগিয়ে কারা?

ইউপিএসসি এই ৮ জনের নাম ঝাড়াই-বাছাই করে ৩ জনের একটি প্যানেল নবান্নে ফেরত পাঠাবে। সেই তিনজনের মধ্যে থেকেই একজনকে চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে যে নামগুলি সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, তাঁরা হলেন— পীযূষ পাণ্ডে (যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে), রাজেশ কুমার এবং রণবীর কুমার

আদালতের নির্দেশে তৎপরতা

দীর্ঘদিন ধরেই স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে আইনি লড়াই চলছিল। আইপিএস রাজেশ কুমারের করা মামলার প্রেক্ষিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT) নির্দেশ দিয়েছিল ২৩ জানুয়ারির মধ্যে তালিকা পাঠাতে হবে। সেই নির্দেশ মানতেই তড়িঘড়ি এই পদক্ষেপ নবান্নের।

আগামী মঙ্গলবার ২৮ জানুয়ারি রাজীব কুমারের বিদায় সংবর্ধনা। তার আগেই দিল্লির সিলমোহর কার নামে পড়ে এবং ৩১ তারিখের পর ভবানী ভবনের রাশ কার হাতে যায়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy