রাজ্যে নিপা আতঙ্ক! তড়িঘড়ি মমতাকে ফোন নাড্ডার, বাংলা কি বড় বিপদের মুখে?

করোনা বা ডেঙ্গু নয়, এবার বাংলায় থাবা বসাতে শুরু করেছে প্রাণঘাতী ‘নিপা’ ভাইরাস। গত ১১ জানুয়ারি কল্যাণীর ল্যাবে দুই ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ ধরা পড়তেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। পরিস্থিতি পর্যালোচনা করতে এবং সংক্রমণ রুখতে এবার সরাসরি নড়েচড়ে বসল কেন্দ্র সরকার।

সক্রিয় কেন্দ্র, বাংলায় আসছে বিশেষজ্ঞ দল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, বাংলায় নিপা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। এই টিমে থাকছেন দেশের নামী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা:

  • অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন (কলকাতা)

  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (পুনে)

  • এইমস কল্যাণী (AIIMS)

  • ওয়াইল্ডলাইফ বিভাগের বিশেষজ্ঞ (পরিবেশ ও বন মন্ত্রক)

মমতাকে ফোন নাড্ডার, সমন্বয়ের বার্তা

পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি অনুরোধ জানিয়েছেন, রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেন কেন্দ্রীয় টাস্ক ফোর্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যাতে দুই সরকার সমন্বয় রেখে এগোয়। রাজ্য সরকারও আমাদের আশ্বস্ত করেছে যে তারা সম্পূর্ণ সতর্ক রয়েছে।”

কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

  • জরুরি কন্ট্রোল রুম: ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) এবং পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশনস সেন্টার সক্রিয় করা হয়েছে।

  • প্রোটোকল জারি: নিপা ভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশিকা রাজ্যের ‘ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স ইউনিট’-এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • নজরদারি: কল্যাণীর ল্যাবে যে দু’জন সন্দেহভাজন শনাক্ত হয়েছেন, তাঁদের সংস্পর্শে আর কারা এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy