রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে সরাসরি ‘দেশদ্রোহের’ মামলা দায়ের কল্যাণের!

পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত এবার আইনি যুদ্ধের রূপ নিল। রাজভবনে অস্ত্র মজুত থাকার মন্তব্যের জেরে রাজ্যপাল সাংসদ কল্যাণের বিরুদ্ধে মামলা করার একদিন পরই, পাল্টা পদক্ষেপ নিলেন তৃণমূল সাংসদ।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছেন।

কল্যাণের অভিযোগ: দেশদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাঁর আইনজীবী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে রাজ্যপালের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে:

  • রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছু অজানা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ব্যক্তির সঙ্গে একমত হয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন।

  • তাঁরা যে বিবৃতি দিয়েছেন, তার উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃতভাবে বিদ্রোহ বা নাশকতামূলক কার্যকলাপকে উত্তেজিত করা

  • এই ধরনের মন্তব্য পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের অনুভূতিকে উৎসাহিত করেছে, যা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে তোলে।

উল্লেখ্য, গতকালই (মঙ্গলবার) ওই একই থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল রাজভবন।

আসল সংঘাতের সূত্রপাত

 

সংঘাতের সূত্রপাত হয় যখন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেন যে রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। এই মন্তব্যের পরই বিতর্কের সৃষ্টি হয়।

  • রাজ্যপালের তল্লাশি: অভিযোগের পরদিন, সোমবার স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে তল্লাশি চালান।

  • পাল্টা মামলা: এর পরের দিনই রাজভবন সাংসদ কল্যাণের ওই মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে।

শুভেন্দুর প্রতিক্রিয়া

 

এই আইনি সংঘাত নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “এটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি আইনানুগ পদক্ষেপ এবং তৃণমূলের গুন্ডাদের জন্য এমনটা প্রয়োজনীয় ছিল। একজন সাংসদ হিসেবে তিনি রাজ্যপালের বিরুদ্ধে অত্যন্ত দুঃখজনক ও মিথ্যা অভিযোগ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।”

রাজ্য ও রাজভবনের মধ্যে এই নজিরবিহীন আইনি দ্বৈরথ এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy