রাজ্যপাল বনাম কল্যাণ সংঘাত তুঙ্গে: ‘বিদ্রোহমূলক মন্তব্য’-এর অভিযোগে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে TMC সাংসদের পাল্টা FIR

পশ্চিমবঙ্গে রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সংঘাত এখন চরমে। সাংসদের মন্তব্যের জেরে রাজ্যপাল প্রথমে হেয়ার স্ট্রিট থানায় কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এবার পাল্টা পদক্ষেপ নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার খোদ রাজ্যপালের বিরুদ্ধেই তিনি একই থানায় অভিযোগ দায়ের করলেন।

জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ৬১, ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে ‘অস্ত্র মজুত’ করার অভিযোগ এনেছিলেন, যার ভিত্তিতেই মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছিলেন সিভি আনন্দ বোস।

রাজ্যপালের অভিযোগের প্রতিক্রিয়ায় কল্যাণবাবু সকালেই জানিয়েছিলেন, তিনি পাল্টা অভিযোগ দায়ের করবেন। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই তিনি রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বসেন। অভিযোগপত্রে সাংসদ উল্লেখ করেছেন: “১৫ নভেম্বর ২০২৫ তারিখে রাজভবন, কলকাতা থেকে সি. ভি. আনন্দ বোস একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি কিছু অজ্ঞাত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে ইচ্ছাকৃতভাবে এমন কিছু বক্তব্য রাখেন যা সরকার ও রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহমূলক ও/অথবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহিত করে। এটি বিচ্ছিন্নতাবাদী মনোভাব ছড়ায়, যা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করে।”

এই পাল্টা অভিযোগে রাজ্য-রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। একজন ক্ষমতাসীন সাংসদ কর্তৃক সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এমন গুরুতর ধারা প্রয়োগ করে অভিযোগ দায়ের নজিরবিহীন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy