বাংলা রাজনীতিতে বৈরিতা ভুলে গিয়ে তৈরি হলো এক নয়া সমীকরণ। বুধবার সন্ধ্যায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে ফোন করলেন সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একসময় যিনি প্রকাশ্যে কুণাল ঘোষের নাম নিতে বারণ করেছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায়ের এই ফোনকল ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
বৈরিতা ভুলে ফোন:
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় কুণাল ঘোষকে ফোন করেন পার্থ চট্টোপাধ্যায় এবং বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে কথা হয়। দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর বাড়ি ফিরেছেন পার্থ। ফোন করে তিনি কুণাল ঘোষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার ব্যাপারেও খোঁজ নেন।
কথাবার্তার এক পর্যায়ে পার্থ চট্টোপাধ্যায় আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলেন এবং তাঁর মুখে একটাই কথা ছিল— “আমি চুরি করিনি।”
সময়ের বদল:
সময়টা ছিল কুণাল ঘোষের জেলবন্দি থাকার (তিন বছরের বেশি সময়) সময়কার। তখন পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রথম সারির দাপুটে নেতা ছিলেন এবং কুণাল ঘোষকে নিয়ে প্রকাশ্যেই বিরূপ মন্তব্য করেছিলেন।
সময় বদলেছে। কুণাল ঘোষ জেল থেকে মুক্তি পেয়ে এখন দলের মুখপাত্র। আর অন্যদিকে, দুর্নীতির অভিযোগে তিন বছর তিন মাস জেল খেটে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়।
অতীতে যত বৈরিতাই থাকুক না কেন, জীবনের প্রায় একই সময়ে জেলে কাটানো এই দুই নেতার মধ্যেকার এই কথোপকথন বাংলার রাজনৈতিক রঙ্গমঞ্চে এক চাঞ্চল্যকর নতুন মোড় এনে দিল।