মোবাইলে ট্রেনের টিকিট দেখালে কি জরিমানা? ভাইরাল খবরের সত্যতা জানাল ভারতীয় রেল

স্মার্টফোনের যুগে ট্রেনের টিকিট কি আর কাগজে প্রিন্ট করা বাধ্যতামূলক? সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, জালিয়াতি রুখতে রেল নাকি মোবাইলে আনরিজার্ভড বা জেনারেল টিকিট দেখানো নিষিদ্ধ করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। তবে এই খবরের সত্যতা যাচাই করে দেখা গেল, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।

পূর্ব রেলের সিনিয়র ডিআরও (DRO) দীপ্তিময় দত্ত স্পষ্ট জানিয়েছেন, রেলের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। পিআইবি (PIB) রেলের পক্ষ থেকেও জানানো হয়েছে, যদি কোনো যাত্রী অফলাইনে অর্থাৎ কাউন্টার থেকে টিকিট কাটেন, তবে তাঁকে অবশ্যই টিকিটের হার্ড কপি বা আসল কাগজটি সঙ্গে রাখতে হবে। কিন্তু যদি কেউ ডিজিটাল মাধ্যমে অর্থাৎ UTS অ্যাপ ব্যবহার করে টিকিট কাটেন, তবে তিনি তাঁর মোবাইল থেকেই সেই টিকিট দেখাতে পারবেন।

রেল কর্তৃপক্ষ একটি বিশেষ শর্ত মনে করিয়ে দিয়েছে— মোবাইলে টিকিট দেখানোর ক্ষেত্রে কোনোভাবেই স্ক্রিনশট বা ছবি বৈধ বলে গণ্য হবে না। যে মোবাইল থেকে টিকিটটি কাটা হয়েছে, সেই মোবাইলের অ্যাপ থেকেই টিকিটটি টিটিই (TTE)-কে দেখাতে হবে। রেলের ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করতেই UTS অ্যাপের ওপর জোর দেওয়া হচ্ছে, তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যা এই পরিষেবাকে ব্যাহত করে। যাত্রীদের প্রতি রেলের বার্তা, ইন্টারনেটে ছড়ানো গুজবে কান দেবেন না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy