‘মোদী সরাসরি জানতে চাইলেন, কী সাহায্য করতে পারি?’ সেমিকন্ডাক্টর শিল্পের ভিত নাড়িয়ে দিল ডাচ সংস্থার এক্সিকিউটিভের এই মন্তব্য

সেমিকন্ডাক্টর (Semiconductor) বা চিপ-নির্মাণ শিল্পের অন্যতম প্রধান সংস্থা এএসএমএল (ASML)-এর এক শীর্ষ কর্তার মন্তব্য বিশ্ব বাণিজ্য মানচিত্রে ভারতকে এক নতুন পথে তুলে ধরল। এই ডাচ সংস্থার এক্সিকিউটিভ ফ্রাঙ্ক হিমস্কার্ক (Frans Heemskerk) একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিজনেস-ফ্রেন্ডলি’ মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের আমলাতন্ত্রের তীব্র সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে ভারতে সেমিকন্ডাক্টর বিনিয়োগের জোয়ার আনতে পারে।

‘মোদী সরাসরি জানতে চাইলেন, কী সাহায্য করতে পারি?’

ব্রাসেলসে এক সম্মেলনে ফ্রাঙ্ক হিমস্কার্ক একটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করেন। তিনি জানান, এএসএমএলের সিইও ক্রিস্টোফ ফুকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সরাসরি ফুকেটের কাছে জানতে চেয়েছেন, “এএসএমএলের জন্য কী সাহায্য করতে পারে ভারত?”

ফ্রাঙ্ক মোদীর এই ‘বিজনেস-ফ্রেন্ডলি’ মানসিকতাকে স্বাগত জানিয়েছেন। ২০২১ সালে ভারত সেমিকন্ডাক্টর মিশন (Semiconductor Mission) শুরু করার পর সেমিকন্ডাক্টর উৎপাদনের পিছনে থাকা এই বৃহত্তম সংস্থার কাছ থেকে এমন উৎসাহজনক বার্তা বিনিয়োগকারীদের জন্য এক বিরাট বার্তা বহন করে আনল। তিনি মনে করেন, ইউরোপের থেকে ভারতে বিনিয়োগ অনেক সুবিধাজনক ও ভাল রিটার্ন আসতে পারে।

ইউরোপীয় আমলাতন্ত্রের সমালোচনা:
একদিকে যখন ফ্রাঙ্ক হিমস্কার্ক ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণের কথা বলছেন, তখন অন্য একটি প্রশ্নের সামনে তিনি ইউরোপীয় ইউনিয়নের (European Union) আমলাতন্ত্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে দেখা করা বেশ কঠিন। তাঁর মতে, এর তুলনায় নাকি হোয়াইট হাউসের সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করাও বেশ সহজ।

এক কথায় বলা যায়, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের প্রয়োজনীয় লিথোগ্রাফিক মেশিন তৈরি করা এই মনোপলি সংস্থার এই বক্তব্য ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের ভিতকে আরও শক্ত করে তুলবে। আগামীতে যে ভারতে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, এই মন্তব্য সেই ইঙ্গিতই বহন করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy