মেয়ের পড়াশোনায় ১০ লক্ষ, চিকিৎসায় ৫ লক্ষ; স্টেট ব্যাঙ্কের এই স্কিমটি মিস করবেন না!

অবসর পরবর্তী জীবনকে আরও নিশ্চিন্ত এবং মর্যাদাপূর্ণ করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নিয়ে এল এক অভাবনীয় সুযোগ। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ (DFS)-এর উদ্যোগে পেনশনভোগীদের জন্য চালু করা হয়েছে একটি ‘কম্প্রিহেনসিভ পেনশন প্যাকেজ’। এটি কেবল একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট নয়, বরং বার্ধক্যের এক মজবুত সুরক্ষা কবচ।

এই প্যাকেজের অন্যতম আকর্ষণীয় দিক হলো এর নমনীয়তা। ৭০ বছর বা তার বেশি বয়সী কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীরা এই বিশেষ অ্যাকাউন্টের সুবিধা পাবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, এই অ্যাকাউন্টে কোনো ‘মিনিমাম ব্যালেন্স’ বজায় রাখার ঝামেলা নেই। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টে শূন্য টাকা থাকলেও ব্যাঙ্ক কোনো চার্জ কাটবে না। এর পাশাপাশি, এসএমএস অ্যালার্ট এবং রুপে (RuPay) প্লাটিনাম গোল্ড ডেবিট কার্ড পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো ইস্যু চার্জ বা লুকানো খরচ ছাড়াই প্রবীণরা আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারবেন।

সুরক্ষার দিক থেকেও এই প্যাকেজটি অতুলনীয়। পেনশনভোগীর কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁর পরিবার ৩০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বিমা (PAI) কভারেজ পাবে। চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে বিশেষ ‘অ্যাড অন’ সুবিধা। যদি দুর্ঘটনার পর প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়, তবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা মিলবে। এমনকি বিদেশ থেকে চিকিৎসা সরঞ্জাম আমদানির জন্য ৫ লক্ষ টাকা এবং জরুরি প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টার বেশি কোমায় থাকার পর মারা যান, তবে পরিবার অতিরিক্ত ৫ লক্ষ টাকা পাবে।

পেনশনভোগীদের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতেও SBI পিছিয়ে নেই। মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনা বা পরিবারের সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত যাতায়াত খরচ বহন করবে ব্যাঙ্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের শিক্ষার অধিকার। ১৮ থেকে ২৫ বছর বয়সী সন্তানদের উচ্চশিক্ষার জন্য ৮ লক্ষ টাকা এবং কন্যাসন্তানদের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্যের সংস্থান রয়েছে এই স্কিমে। বর্তমানে এসবিআই এই পরিষেবা দিলেও, শীঘ্রই পিএনবি বা ব্যাঙ্ক অফ বরোদার মতো অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলিও একই ধাঁচের প্যাকেজ আনতে পারে। বিশদে জানতে আজই আপনার নিকটস্থ এসবিআই শাখায় যোগাযোগ করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy