‘মৃত্যু সেলে’ ৬ সপ্তাহ ধরে একা ইমরান খান, গুজবের মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় ইসলামাবাদ হাইকোর্টে মামলা দায়ের

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে—এমন গুজব সম্প্রতি ছড়িয়ে পড়েছিল। যদিও পাক প্রশাসন সেই গুজবে জল ঢেলে জানিয়েছে, তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বহাল তবিয়তে রয়েছেন। এরই মধ্যে, বাবার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ায় শুক্রবার আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেছেন ইমরানের বোন আলিমা খান

পুত্রের উদ্বেগ ও কড়া হুঁশিয়ারি

বাবা ইমরান খানের কোনো খোঁজখবর না পেয়ে উদ্বিগ্ন হয়েছেন তাঁর কনিষ্ঠ পুত্র কাশিম খান, যিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন।

কাশিম লিখেছেন:

“আমার বাবাকে গ্রেফতারির পর ৮৪৫ দিন কেটে গিয়েছে। গত ছ’সপ্তাহ ধরে তাঁকে একটি ‘মৃত্যু সেলে’ সম্পূর্ণ একা রাখা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও তাঁর বোনেদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কোনো ফোন কল, কোনো সাক্ষাৎ নেই এবং তিনি কেমন আছেন, তাও জানতে পারছি না।”

কাশিম খান আরও হুঁশিয়ারি দিয়েছেন, “এই সম্পূর্ণ অন্ধকার কোনো নিরাপত্তা প্রোটোকলের অংশ হতে পারে না। তাঁর পরিস্থিতি লুকিয়ে রাখার জন্য এটা ইচ্ছাকৃত করা হচ্ছে। এটা পরিষ্কার, আমার বাবার নিরাপত্তা এবং তাঁর এই যন্ত্রণাদায়ক একা থাকার প্রত্যেকটি ফলাফলের জন্য দায়ী থাকবে পাকিস্তানের সরকার এবং তার প্রভুরা।”

ইমরান খানের প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের পুত্র আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে ইমরানকে উদ্ধারের আবেদন জানিয়েছেন।

আদালত অবমাননার মামলা

৭৩ বছর বয়সি ইমরান খান ২০২৩ সালের অগস্ট মাস থেকে কারাবন্দি। তাঁর বোন আলিমা খান জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন।

  • আদালতের নির্দেশ: আলিমা ২০২৪ সালের মার্চ মাসে ইসলামাবাদ হাইকোর্টের দেওয়া নির্দেশের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছিল, সপ্তাহে দু’বার ইমরানের সঙ্গে দেখা করা যাবে।

  • জেল কর্তৃপক্ষের অবমাননা: আলিমা অভিযোগ করেছেন যে, জেল কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করছে। মঙ্গলবার ও বৃহস্পতিবার দেখা করার দিন ধার্য থাকলেও জেল কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি।

দাদা ইমরান খানের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আলিমা আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন। মামলা দায়েরের সময় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআই-এর অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy