স্টেটাস অফ ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে মুর্শিদাবাদের খড়গ্রামে আরও এক বুথ লেভেল অফিসারের (BLO) মৃত্যু হয়েছে। মৃতের নাম জাকির হোসেন, যিনি ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথের BLO ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় SIR-এর ফর্ম আপলোড করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত BLO-এর ছেলে ইমদাদুল হোসেনের দাবি, SIR সংক্রান্তে কাজের চাপেই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়। তিনি বলেন:
“SIR-এর যে অ্যাপটা দিয়েছে সেই অ্যাপটা খুব স্লো চলছে। অ্যাপে ঠিকমতো ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল। ভাবছিল কীভাবে সময়ের মধ্য়ে সেগুলো আপলোড করব। এই চিন্তায় সবসময় থাকত, সে কারণে অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়, তারপর সে মারা যায়।”
জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় রাজ্যে SIR সংক্রান্ত কাজে যুক্ত BLO-দের উপর অত্যধিক মানসিক চাপ এবং প্রযুক্তিগত সমস্যার দিকটি ফের সামনে এল।
শাসক-বিরোধী তরজা
এই ঘটনাকে সামনে রেখে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে:
-
তৃণমূল বিধায়ক আশিস মার্জিত: তিনি বলেন, বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার যেভাবে SIR লাগু করতে চাইছে, তাতে এরকম সাধারণ শিক্ষক অকালে ঝরে যাচ্ছেন।
-
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী: তিনি এই মৃত্যুকে দুর্ভাগ্যজনক এবং নিন্দার বিষয় বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, “এত ঝটপট কীসের? সময় নাও, ধীরেসুস্থে কর যদি প্রয়োজন হয়। কিন্তু কোনও মানুষের মৃত্যু হবে এই SIR করার জন্য এর থেকে দুর্ভাগ্যের… আর কিছু হতে পারে না।”
-
বিজেপির পাল্টা আক্রমণ: বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি শাখারভ সরকার তৃণমূলকে ‘শকুনের ভূমিকা পালন’ করার জন্য কটাক্ষ করেন। তিনি দাবি করেন, মুর্শিদাবাদে কোনো মৃত্যুই SIR-এর কারণে হয়নি। তিনি আরও জানান, গত কয়েকদিনে দেশজুড়ে একাধিক BLO-র মৃত্যু হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশ, গুজরাত ও উত্তর প্রদেশে।