সাধারণ মানুষকে বিপদে ফেলতে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করছে সাইবার অপরাধীরা। সরকারি লোন বা মুখ্যমন্ত্রীর অনুমোদিত প্রকল্পের নাম ভাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে বড়সড় জালিয়াতি। অভিযোগ আসতেই এবার নড়েচড়ে বসল পশ্চিমবঙ্গ পুলিশ। ফেসবুক ও এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করলেন রাজ্য পুলিশের কর্তারা।
কেমন ছিল সেই ভুয়ো বিজ্ঞাপন? পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আকর্ষণীয় বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে:
কোনো যাচাই বা সিবিআইএল (CIBIL) ছাড়াই তৎক্ষণাৎ ঋণ মিলবে।
সরকারি অনুমোদিত বিশেষ ঋণ প্রকল্প এটি।
অত্যন্ত সহজ শর্তে বাড়ি বসে লোন পাওয়া যাবে।
পুলিশের সাফাই: রাজ্য পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, মাননীয়া মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো ঋণ প্রকল্প ঘোষণা বা অনুমোদন করেনি। এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো এবং সাধারণ মানুষের টাকা হাতানোর একটি কুটিল ফাঁদ মাত্র।
সুরক্ষিত থাকতে পুলিশের ৫টি জরুরি টিপস: প্রতারণার হাত থেকে বাঁচতে পুলিশ জনসাধারণকে নিম্নলিখিত পরামর্শগুলি মেনে চলতে বলেছে: ১. অচেনা লিঙ্ক এড়ান: মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় আসা কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। ২. অ্যাপ ইনস্টল করবেন না: লোন দেওয়ার নাম করে কোনো থার্ড-পার্টি অ্যাপ মোবাইলে ভরবেন না। ৩. গোপন তথ্য শেয়ার নয়: কাউকে ওটিপি (OTP), ব্যাঙ্কের তথ্য বা নিজের পরিচয়পত্র পাঠাবেন না। ৪. অফিসিয়াল মাধ্যম: ঋণের প্রয়োজন হলে শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক, NBFC বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। ৫. সন্দেহ হলে অভিযোগ: কোনো বিজ্ঞাপন সন্দেহজনক মনে হলে দ্রুত স্থানীয় থানা বা সাইবার সেলে জানান।
জালিয়াতি চক্রের সদস্যরা মানুষের সরলতার সুযোগ নিয়ে তাঁদের কষ্টার্জিত অর্থ লুঠ করছে। পুলিশের এই বার্তাকে গুরুত্ব দিয়ে সতর্ক থাকাই এখন একমাত্র পথ।